স্টাফ রিপোর্টার : ‘এসো হে বৈশাখ এসো এসো। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা’ এই প্রত্যয়ে গাজীপুর মহানগরীর টঙ্গী বাজার এলাকায় বৃহস্পতিবার টঙ্গী সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে।
নববর্ষ উপলক্ষে সকালে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো: ওয়াদুদুর রহমানের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে স্কুল প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষিকা, ছাত্র/ছাত্রীসহ অভিভাবকরা উপস্থিত ছিলেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Leave a Reply
You must be logged in to post a comment.