স্টাফ রিপোর্টার : টঙ্গীতে নির্মাণাধীন একটি বহুতল ভবনের পাইলিং কাজের লোহার পাইপের আঘাতে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন নির্মাণ শ্রমিককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার টঙ্গী পশ্চিম থানার আউচপাড়া মোক্তার বাড়ি রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম আজিজুল (৭)। সে স্থানীয় একটি মাদরাসার প্রথম শ্রেণীর ছাত্র। আজিজুলের বাবা রঙ মিস্ত্রীর কাজ করেন। মা আজিদা বেগম একটি পোশাক কারখানায় চাকরি করেন। তাদের বাড়ি শরিয়তপুর জেলার ডামুড্যা থানার মাস্টারহাট গ্রামে। তারা টঙ্গীর আউচপাড়া মোক্তার বাড়ি রোডের শামসুল আলমের বাড়িতে ভাড়া থাকে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নির্মাণাধীন আবাসিক ভবন সফিউদ্দিন টাওয়ারের পাইলিং কাজ করছিল। এ সময় একটি পাইপ ছিটকে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শিশু আজিজুলের মাথায় গিয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তারা আরো জানায়, রাস্তার পাশে দুর্ঘটনা প্রতিরোধক প্রয়োজনীয় ব্যবস্থা না রেখেই ঝুঁকিপূর্ণভাবে ভবন নির্মাণ কাজ করছিল হাই ভিশন নামের একটি ডেভলপার কোম্পানী।
খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় তিন নির্মাণ শ্রমিককে আটক করা হয়।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো: শাহ আলম বলেন, জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থল থেকে তিনজন নির্মাণ শ্রমিককে আটক করা হয়েছে।
Leave a Reply
You must be logged in to post a comment.