স্টাফ রিপোর্টার : গাজীপুর মহানগর টঙ্গীর ৪৩ নং ওয়ার্ডে অন্ধ শিক্ষা পুনর্বাসন উন্নয়ন সংস্থা (বার্ডো) এর উদ্যোগে গাজীপুর জেলা প্রশাসন ও গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব মোঃ আসাদুর রহমান কিরণের সার্বিক সহযোগিতায় দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে ঈদ পরবর্তী সময়ে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে গাজীপুর সিটি কর্পোরেশন ৪৩ নং ওয়ার্ডে জামতলা কাউন্সিলরের কার্যালয় এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর ৪৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী তরুণ সমাজসেবক খালেদুর রহমান রাসেল, যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী লুৎফর রহমান, ৪৩ নং ওয়ার্ড সচিব মাহবুব কায়সার সুমন, টঙ্গী পূর্ব থানা তাঁতী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফ মোল্লা ও বার্ডো কর্মকর্তা কামরুন্নাহার মীরা প্রমুখ।
কাউন্সিলর পদপ্রার্থী খালেদুর রহমান রাসেল বলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৩নং ওয়ার্ডে যেসব দৃষ্টি প্রতিবন্ধী এবং অন্যান্য প্রতিবন্ধী রয়েছে তাদের একটি তালিকা তৈরি করে এসব প্রতিবন্ধীদের কাজের মাধ্যমে স্বাবলম্বী করে তুলবো এবং এই ওয়ার্ডে যদি কোন প্রতিবন্ধী বা কর্মক্ষম ব্যক্তিদের ছেলে সন্তানদের লেখাপড়া করতে সমস্যা হয় তাহলে আমি আমার ব্যক্তিগত উদ্যোগে তাদের পাশে দাঁড়িয়ে পড়াশোনার খরচ চালিয়ে যাব।
উল্লেখ্য, ১৯৯১ সালের ১৭ জুলাই বার্ডো প্রতিষ্ঠিত হয়েছিল। বার্ডোর নির্বাহী পরিচালক, এমডি সাইদুল হক ২০০৫ সালে প্রতিবন্ধী ব্যক্তিরা মর্যাদার সাথে জীবন উপভোগ করতে পারে এমন পরিবেশ তৈরি করার আহ্বান জানান। প্রতিবন্ধী ব্যক্তিদের আয় বৃদ্ধি, নেতৃত্বের বিকাশ, শিক্ষা, প্রশিক্ষণ এবং চিকিত্সা সুবিধার মাধ্যমে তাদের সম্প্রদায়ের পূর্ণ সদস্য হওয়ার ক্ষমতা দেয়।
Leave a Reply
You must be logged in to post a comment.