স্টাফ রিপোর্টার : টঙ্গীতে দিন দুপুরে মালামাল লুট। নারীর গলাকাটা লাশ উদ্ধার। নার্গিস আক্তার নামে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করে টঙ্গী পূর্ব থানা পুলিশ। একদিকে চুরি অন্যদিকে লুটপাট করে অবশেষে নার্গিস কে মেরে কোনরকমে পালিয়ে যান ঘাতকরা। হাজীপাড়া দক্ষিন আরিচপুর চাঁনপুরা আব্দুস সালাম এর মেয়ে ফাতেমা আক্তারের বাড়ির ছয় তলায় এ ঘটনা ঘটে। সোমবার দুপুর হতে বিকেলের মধ্যে যেকোনো সময় এই ঘটনাটি ঘটে বলে জানান স্থানীয়রা। তবে এই সময় তিন ঘন্টা কারেন্ট ছিল না বলেও জানান তারা। টঙ্গি পূর্ব থানার ওসি জাবেদ মাসুদ ঘটনাস্থল থেকে ওই গলাকাটা লাশ উদ্ধার করে মর্গে পাঠান। পাশের বাড়ির ভাড়াটিয়ারা জানান, গত দুইদিন আগেও নারগিস আক্তারের বাড়িতে কিছু মাল চুরি হয়। আজ সকাল দশটায় বাড়িওয়ালা ফাতেমার সাথে নার্গিসের কথাও হয় এই বিষয় নিয়ে। নার্গিসের স্বামী সাভারে চাকরি করেন।তিনি এলাকাবাসীর কাছে থেকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশকে বিষয়টি অবগত করেন।। ঘটনাস্থলে এডিসি, ডিসি, পিবিআই ,সি আইডি সহ থানা পুলিশ উপস্থিত ছিলেন। তবে গলাকাটা লাশ উদ্ধারের বিষয়ে কোন তথ্য দেননি তারা।
Leave a Reply
You must be logged in to post a comment.