শামীমা খানম: গাজীপুরের টঙ্গীতে তুচ্ছ ঘটনার জেরে দুই গ্রুপের হামলায় ৪ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় এরশাদনগর ২নং ব্লকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষ টঙ্গী পূর্ব থানায় পাল্টা-পাল্টি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার এশার নামাজ পড়তে গিয়ে আব্দুল জলিলের শিশু ছেলে লাবিব দুস্টামি করলে অপর পক্ষ হোসনে আরার ছেলে তাকে মারধর করে। পরদিন বৃহস্পতিবার সকাল ৯টায় ওই ঘটনার জেরে হোসনে আরার ছেলেকে থাপ্পর মারে জলিলের ভাতিজা। এতে ক্ষিপ্ত হয়ে চাকু ও হাতুড়ি নিয়ে প্রতিপক্ষের আহম্মদ আলী, মোহাম্মদ আলী, জালাল ও মর্জিনাসহ ৫-৬ জন তাদের উপর অতর্কিত হামলা চালায়। হামলায় জলিল, জলিলের বোন রোজিনা ও ভাগিনা সাব্বির মাথা ও কপালসহ শরীরের বিভিন্নস্থানে আঘাত পেয়ে গুরুতর আহত হন। এসময় হামলাকারীরা তাদের হত্যার হুমকি দিয়ে চলে যায়। পরে আশেপাশের লোকজন তাদের উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়। মামলার বাদীকে মেরে উল্টো থানায় অভিযোগ। বিভিন্ন প্রভাবশালী মহলে টাকা দিয়ে আপোষ মীমাংসার চেষ্টায় অভিযুক্ত টঙ্গী এরশাদ নগর জালাল বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী।
এ ঘটনায় আব্দুল জলিল বাদি হয়ে টঙ্গী পূর্ব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। একই বিষয়ে অপর পক্ষের হোসনে আরা বাদি হয়ে রুজিনা আক্তার, জলিল, মোসলেম, সাব্বিরসহ ৬-৭ জনকে অভিযুক্ত করে পাল্টা একটি অভিযোগ করেন।
ঘটনাস্থল ও অভিযোগ তদন্তকারী কর্মকর্তা টঙ্গী পূর্ব থানার এস আই ইয়াসিন আরাফাত জানান, মসজিদের নামাজ পড়ার সময় শিশু বাচ্চাদের দুষ্টমিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনায় দুই পক্ষের লোক আহত হয়েছে। উভয় পক্ষ থানায় পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply
You must be logged in to post a comment.