আসিকুর রহমান, টঙ্গী : টঙ্গীতে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাতকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। রোববার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী স্টেশন রোড ঢাকা—ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে এসআই মেহেদী হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হচ্ছে— নানু মিয়া (৪৫), পিতা— মৃত আকবর মোল্লা, জয় (১৯), পিতা—সোহেল, বাবু বাবুর্চি (৪৮), আব্দুল মামুন (৫১), পিতা— মৃত ইদ্রিস আলী, শরীফ হোসেন (২২), পিতা— বাবুল মিয়া।
পুলিশ জানায়, টঙ্গী পশ্চিম থানাধীন স্টেশন রোড এলাকায় অস্ত্র—সস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলের গিয়ে অভিযান চালায়। এ সময় ৫ ডাকাতকে গ্রেফতার করলেও আরো ৫/৬জন পালিয়েযায়।
আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় তারা টঙ্গী পশ্চিম টঙ্গী পূর্ব থানাসহ পাশ্ববর্তী থানা এলাকায় দীর্ঘদিন যাবৎ ছিনতাই ও ডাকাতি করে আসছে। আসামীরা একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের সক্রিয় সদস্য। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a Reply
You must be logged in to post a comment.