সোহেল চৌধুরী, টঙ্গী: টঙ্গী পূর্ব থানাধীন পূর্ব আরিচপুর বউ বাজারস্থ আব্বাস উদ্দিন মার্কেটে চোরাই ও ছিনতাইকৃত মোবাইল সেট ক্রয়-বিক্রয় চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করে টঙ্গী থানা পুলিশ । এই সময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্রান্ডের ২৬০টি চোরাই ও ছিনতাইকৃত মোবাইল সেট ও নগদ ৩২,৪৫০/- টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মোঃ ওয়াসিম (৩৬), ২.মোঃ বিপ্লব (২৭), ৩. মোঃ রফিকুল ইসলাম (৫০), ৪.মোঃ মিজানুর রহমান (২৯), ৫.মোঃ সাদিকুল ইসলাম (৩৫), ৬. মোঃ শাহাবুদ্দিন (২৮), ৭. মোঃ নাঈমুল হক (২০), ৮. হাবিব (২০), ০৯. মোঃ কামরুল হাসান (৪২)।
পুলিশ জানায়, শনিবার রাতে গোপন সংবাদ পেয়ে সহকারী পুলিশ কমিশনার, টঙ্গী জোনের নেতৃত্বে ও সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ টঙ্গী পূর্ব থানাধীন পূর্ব আরিচপুর বউ বাজারস্থ আব্বাস উদ্দিন মার্কেটে অভিযান পরিচালনা করে। অভিযান চালিয়ে ঘটনাস্থল হতে ছিনতাই ও চোরাই মোবাইল ক্রয়-বিক্রয় চক্রের ৯জন সদস্যকে গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, দীর্ঘদিন যাবৎ মহসড়কে এবং বিভিন্ন গলির রাস্তায় ছিনতাইকৃত মোবাইল ও চোরদের নিকট হতে চোরাই মোবাইল নামমাত্র মূল্যে ক্রয় করে উচ্চ মূল্যে তা বিক্রয় করে আসছে। আসামীদের দেয়া তথ্যমতে অপরাপর ছিনতাইকারীর বিরুদ্ধে গ্রেফতার অভিযান অব্যাহত আছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a Reply
You must be logged in to post a comment.