স্টাফ রিপোর্টার : গাজীপুর মহানগরীর টঙ্গীতে জান্নাতুল ফেরদৌস বন্যা (৩০) নামে এক চিকিৎসকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৯টায় টঙ্গীর মাছিমপুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করে। সে টঙ্গীর চেরাগআলী এলাকার মৃত আব্দুল জব্বার মোল্লার মেয়ে। স্বামী সবুজের সঙ্গে মাছিমপুর এলাকায় থাকতেন। ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছেন।
জানা যায়, বন্যা একটি পোশাক কারখানায় চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। কয়েক মাস ধরে পারিবারিক বিষয়াদি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া চলছিল। মঙ্গলবার সন্ধ্যায় ফের স্বামীর সাথে ঝগড়া হয়। এরই জের ধরে নিজ ঘরের সিলিংফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। ঝুলন্ত অবস্থায় বন্যাকে উদ্ধার করে টঙ্গীর শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকতাকে মৃত ঘোষণা করেন।
টঙ্গী পূর্ব থানার ওসি মো. জাবেদ মাসুদ বলেন, গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে।
Leave a Reply
You must be logged in to post a comment.