স্টাফ রিপোর্টার, গাজীপুর : বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, আওয়ামী লীগ দেশকে অনিশ্চিত গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছে। যারা জাতীয়তাবাদী ও ইসলামী চেতনা ধারণ করেন তাদের নির্মূলের ষড়যন্ত্র হচ্ছে।
তিনি আরও বলেন, সরকারকে মনে রাখা উচিত, দমন পীড়ন, জুলুম-নির্যাতন নিপীড়নে রাজনীতি থেকে দূরে রাখতে পারলেও ইসলাম থেকে কাউকে দূরে রাখা যাবে না। ইসলামী ও জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত দেশপ্রেমিক সকল জুলুম, অন্যায়, অত্যাচারের বিরুদ্ধে একদিন রুখে দাঁড়াবে, সেদিন আর বেশি দূরে নয়। গত সোমবার নগরীর হাড়িনালে শ্রমিক দলের এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহানগর শ্রমিক দলের প্রতিষ্ঠাতা সদস্য সচিব নজরুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মো. সাইজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- সাবেক উপজেলা চেয়ারম্যান ও মহানগর বিএনপি নেতা মো. আফজাল হোসেন কায়সার, অ্যাডভোকেট ড. সহীদউজ্জামান, অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস। আরও বক্তব্য রাখেন- জৈনুদ্দিন মোড়ল, মো. মেহের আলী, সুজন আহমেদ, নূরুল ইসলাম, মোমিন উদ্দিন খান, সরাফত হোসেন, দেলোয়ার হোসেন, আব্দুল হাকিম ও সাইফুল ইসলাম প্রমুখ।
দেশ সিকিমে পরিণত হচ্ছে মন্তব্য করে হাসান সরকার আরও বলেন, দেশ পরিচালনায় আওয়ামী লীগ চরম ব্যর্থতা ও অযোগ্যতার পরিচয় দিয়েছে। লাগামহীন দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতা, অপকর্মই আওয়ামী লীগকে এখন পতনের দিকে নিয়ে যাচ্ছে।
Leave a Reply
You must be logged in to post a comment.