নিজস্ব প্রতিবেদক : জামিনে মুক্ত হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট। আজ শুক্রবার বিকাল পৌনে ৫টায় ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় ১৫ আগস্ট নিহত হওয়া বঙ্গবন্ধু ও তার পরিবারের সব শহিদদের জন্য দোয়া প্রার্থনা করেন তিনি।
এর আগে দুপুর আড়াইটা থেকে ধানমণ্ডি ৩২ নম্বর এলাকায় স্লোগান দিয়ে জড়ো হতে শুরু করেন যুবলীগের হাজারো নেতাকর্মী। এ সময় নেতাকর্মীরা ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘শেখ হাসিনা এগিয়ে চল, আমরা আছি তোমার সঙ্গে’, ‘পঁচাত্তরের খুনিরা, হুঁশিয়ার সাবধান’, ‘একাত্তরের খুনিরা হুঁশিয়ার সাবধান’ ইত্যাদি স্লোগান দেন।সম্রাটও এ সময় নেতাকর্মীদের সঙ্গে স্লোগান দেন।
উল্লেখ্য, গ্রেফতার হওয়ার পর অসুস্থতার কারণে কারা তত্ত্বাবধানে দীর্ঘদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছিলেন সম্রাট। গত ২২ আগস্ট তিনি জামিনে মুক্তি পান। আজ (শুক্রবার) দুপুরে তিনি হাসপাতাল ছাড়েন।
সম্রাট ছাত্রাবস্থায় জড়িয়ে পড়েন মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের সঙ্গে।নব্বইয়ের দশক থেকে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে ছাত্রলীগের রাজনীতি সক্রিয় হন তিনি। পরে যুক্ত হন যুবলীগের সঙ্গে।৫৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি নির্বাচিত হন। ২০০১ সালে রমনা থানা যুবলীগের আহ্বায়ক হন সম্রাট। ২০০৩ সালের সম্মেলনে মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক হন। ২০১২ সালে যুবলীগের ৬ষ্ঠ কাউন্সিলে তিনি যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি নির্বাচিত হন।
Leave a Reply
You must be logged in to post a comment.