স্টাফ রিপোর্টার, গাজীপুর : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১৬ টি প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের স্কুলের প্রায় ২০০ জন শিক্ষার্থীদের অংশগ্রহণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীর উপর ‘‘চিত্রাঙ্কন ও ভাষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর মহানগরের জয়দেবপুর কনভেনশন সেন্টারে ১৮ আগষ্ট গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক কামরুল আহসান সরকার রাসেলের সভাপতিত্বে অন্যান্যদের উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সুমন আহমেদ শান্ত বাবু,গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক এস এম আলমগীর হোসেন গাজীপুর মহানগর যুবলীগের নেতা আতিকুর রহমান খান রাহাতসহ গাজীপুর মহানগর যুবলীগের নেতৃবৃন্দ , বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল।
Leave a Reply
You must be logged in to post a comment.