স্টাফ রিপোর্টার : জাইকার অর্থায়নে গাজীপুর সিটি কর্পোরেশনের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা সভা আজ বুধবার নগর ভবন সভা কক্ষে মেয়র (ভারপ্রাপ্ত) আসাদুর রহমান কিরণের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিফ রিপ্রেজেন্টেটিভ অব জাইকা (বাংলাদেশ) ইউহো হায়াকাওয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা এএসএম সফিউল আজম, রিপ্রেজেন্টেটিভ অব জাইকা বাংলাদেশ হিরোকি ওয়াতানাবে, জাইকা বাংলাদেশ অফিসের সিনিয়র প্রোগ্রাম অফিসার মিজ সানজিদা হক, সিটি গভারন্যান্স প্রজেক্টের প্রকল্প পরিচালক গোলাম মোস্তফা।
সভায় আরও উপস্থিত ছিলেন জিসিসির সচিব মো. আব্দুল হান্নান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আকবর হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মজিবুর রহমানসহ কাউন্সিলরবৃন্দ ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাবৃন্দ। পরে জাইকার অর্থায়নে গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড রাস্তা ও ড্রেনসমূহ জাইকার ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাগণ সরেজমিনে পরিদর্শন করেন। রেলক্রসিংয়ের ওপর দিয়ে ফ্লাইওভার নির্মাণ প্রসঙ্গে সংশ্লিষ্ট কাজের জন্য সাইট পরিদর্শন করেন। জিসিসির মেয়র (ভারপ্রাপ্ত) ও জাপানি প্রতিনিধি দল জয়দেবপুর রেলস্টেশন হয়ে শিববাড়ী পর্যন্ত পায়ে হেটে সাইট পরিদর্শন করেন।
Leave a Reply
You must be logged in to post a comment.