নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ: গত ১৪ ফেব্রুয়ারি ময়মনসিংহে অটোরিকশাচালক মোজাম্মেল হোসেনকে (২১) গলায় মাফলার পেঁচিয়ে হত্যা করে ছিনতাইকারীরা। এরপর পার্শ্ববর্তী ঈশ্বরগঞ্জ উপজেলার মৃগালী সড়কের পাশে মরদেহ ফেলে দিয়ে তার সিএনজি চালিত অটোরিকশা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় তারা।এ ঘটনার পরদিন (১৫ ফেব্রুয়ারি) নিহতের বাবা বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় অজ্ঞাতদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
এরপর এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্তে নামে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল। ঘটনার দীর্ঘ তদন্তে তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শুক্রবার (৩ জুন) রাতে ঈশ্বরগঞ্জ উপজেলার বেশ কয়েক স্থানে অভিযান চালিয়ে খুনিদের গ্রেফতার করেছে তারা।
গ্রেফতার খুনিরা হলেন- ঈশ্বরগঞ্জ উপজেলার দত্তপাড়া গ্রামের আবুল মনসুরের ছেলে মো. আবু রায়হান (২৫), গাংপাড়া গ্রামের নূর আহাম্মদ মিলনের ছেলে মোজাম্মেল হক (১৯) এবং ধামদী গ্রামের আব্দুল লতিফের ছেলে মো. জিয়াাউর রহমান সাইদুল (২১)। শনিবার (৪ জুন) দুপুরে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম।
Leave a Reply
You must be logged in to post a comment.