স্টাফ রিপোর্টার, গাজীপুর: “গৗরবময় সেবার ৪ বছর’’ এ স্লোগানকে সামনে রেখে আজ শুক্রবার নানা কর্মসূচির মধ্য দিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে গাজীপুর জেলা পুলিশ লাইনস ময়দানে জিএমপির পক্ষ থেকে বর্ণাঢ্য র্যালি, নাগরিক সম্মিলন ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলামের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল এমপি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো: আখতার হোসেন, বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমান, গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গাজীপুর মেট্রোপলিটন (জিএমপি) এর ৮টি থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য কর্মকর্তা—কর্মচারীগণ।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো: কামাল হোসেন, টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম,
উল্লেখ্য, ২০১৮ সালের ১৬ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে ৮টি থানা নিয়ে যাত্রা শুরু হয় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের। থানাগুলো হলো— গাজীপুর সদর থানা, বাসন থানা, কোনাবাড়ী থানা, কাশিমপুর থানা, গাছা থানা, পূবাইল থানা, টঙ্গী পূর্ব থানা ও টঙ্গী পশ্চিম থানা।
Leave a Reply
You must be logged in to post a comment.