স্টাফ রিপোর্টার, গাজীপুর : ‘‘গৌরবময় সেবার ৪ বছর’’ এ স্লোগানকে সামনে রেখে শুক্রবার নানা কর্মসূচির মধ্য দিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হবে। ২০১৮ সালের ১৬ সেপ্টেম্বর জিএমপি প্রতিষ্ঠা লাভ করে।
এ উপলক্ষ্যে গাজীপুর জেলা পুলিশ লাইনস ময়দানে জিএমপির পক্ষ থেকে বর্ণাঢ্য র্যালি, নাগরিক সম্মিলন ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল এমপি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো: আখতার হোসেন। বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।
Leave a Reply
You must be logged in to post a comment.