নিজস্ব প্রতিবেদক : গাজীপুর মেট্রোপলিটন পুলিশ গত ২৪ ঘন্টায় গাজীপুর সিটি করপোরেশনের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ২৯৭ পিস ইয়াবা, দেড় কেজি গাঁজা ও এক গ্রাম হেরোইন উদ্ধার করেছে। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সহকারি কমিশনার (মিডিয়া) আবু সায়েম জানান, বুধবার রাতে কাশিমপুর থানা এলাকায় অভিযান চালিয়ে ১ গ্রাম হেরোইন ও ১৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ ছয়জনকে গ্রেফতার করা হয়। তারা হচ্ছে-বিমলা (৪৫), সোহাগ হোসেন ওরফে বদু (২৫), আরিফ হোসেন (২২), সামিদুল ইসলাম (২৮), মিজান (২৮) ও আলমগীর হোসেন বাপ্পী (১৮)।
এদিকে টঙ্গী পশ্চিম থানা এলাকা থেকে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এরা হচ্ছে-মো. আবুল হোসেন (৩৭) ও মরিয়ম আক্তার (২৪)।
অপরদিকে পূবাইল থানার পেট্রোল পাম্পের সামনে থেকে এক কেজি গাজাসহ মো. ফয়সাল মিয়া (২৯) মোঃ শরিফ (১৮) ও মোঃ আরিফ (৩৫) কে গ্রেফতার করা হয়।
এছাড়াও টঙ্গী পশ্চিম থানা পুলিশের অভিযানে ছিনতাই হওয়া অটোরিক্সা ও রিক্সা চালককে উদ্ধার করেছে। এ সময় ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়। এরা হচ্ছে-রাসেল ওরফে সোহেল (২৫) ও অলি (২৭)।
অপরদিকে গাজীপুর সদর থানা এলাকা থেকে ২০ পিস ইয়াবাসহ মো. আলমগীর হোসেন (৪২) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে বাসন থানার ওসি মো. আব্দুল মালেক খসরু খান জানান, বৃস্পতিবার ভোরে ৪৬ পুড়িয়া হেরোইনসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে। এরা হচ্ছে মহসীন (৩৮) ও শহীদ ইসলাম (৪৬)। এদের বিরুদ্ধে থানায় একাধিক মামক মামলা রয়েছে।
Leave a Reply
You must be logged in to post a comment.