আশিকুর রহমান: গাজীপুরে এক গার্মেন্টস কর্মীর গলায় খুর ও কাচি ঠেকিয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করে গাজীপুর মেট্রোপলিটন(জিএমপি)’র কাশিমপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- চাঁদপুর জেলার রফিকের ছেলে রিপন(২৬) ও নওগাঁ জেলার গোলাম হোসেনের ছেলে রাজু(২৪)। রবিবার ( ১৭ই জুলাই) ভোরে রুবেল নামক এক গার্মেন্টস কর্মী ঈদের ছুটি কাটিয়ে নিজ কর্মস্থলে ফেরার সময় কাশিমপুর থানাধীন, চক্রবর্তী নামক স্থানে বাস থেকে নামলে মোটরসাইকেল যোগে দুই ছিনতাইকারী ছিনতাইয়ের চেষ্টা করে। এ ঘটনায় ছিনতাইকারীদের হাতেনাতে গ্রেফতার করে কাশিমপুর থানা পুলিশ। এ সময় ছিনতাই কাজে ব্যবহৃত মোটর সাইকেল জব্দ করা হয়। কাশিমপুর থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম জানান, গার্মেন্টস কর্মী রুবেল মন্ডল কাশিমপুরের চক্রবর্তী এলাকায় বাস থেকে নামা মাত্রই ছিনতাইকারীরা মোটরসাইকেল যোগে এসে তার গলায় খুর ও কাচি ঠেকিয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে হাতানাতে পুলিশ তাদের গ্রেফতার করে। এ ঘটনায় কাশিমপুর থানায় একটি মামলা দায়ের করে আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply
You must be logged in to post a comment.