স্টাফ রিপোর্টার, গাজীপুর : গাজীপুর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে মহানগরীর টেকনগপাড়া এলাকার একটি কনভেনশন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গাজীপুর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মিয়া।
জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও শ্রীপুর পৌরসভার কাউন্সিলর মো. কামরুজ্জামান মণ্ডলের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন পার্টির কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. আরিফুর রহমান খান।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন, সামসুদ্দিন খান, খন্দকার মজিবুর রহমান, জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন সরকার, জাতীয় পার্টির নেতা এমএ আজিজ, চিশতি আলমগীর, রুস্তম শরীফ, নজরুল ইসলাম, এনামুল কবির এনাম, মোশারফ হোসেন জয় প্রমুখ। সভায় আগামী এক মাসের মধ্যে জেলার বিভিন্ন উপজেলা, পৌরসভাসহ সব ইউনিটের কমিটি গঠন করে একটি সম্ভাব্য তারিখে সম্মেলনের জন্য প্রস্তুত হতে নেতাদের অনুরোধ করা হয়।
Leave a Reply
You must be logged in to post a comment.