স্টাফ রিপোর্টার, গাজীপুর : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন, গাজীপুর জেলায় সরকারি মহিলা কলেজটি একমাত্র নারীদের জন্য নির্মাণ করা হয়েছে। এই কালেজে গাজীপুরের বিভিন্ন স্থান থেকে এসে মেয়েরা শিক্ষা গ্রহণ করছে। তাই এই কলেজটি আধুনিকয়ন করার জন্য ৪ একর জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে। বরাদ্দকৃত জায়গায় খুব শীঘ্রই ১০তালা বিশিষ্ট ভবন নির্মাণ কাজ শুরু হবে। সেই ভবনে আধুনিক ক্লাসরুম, আধুনিক কম্পিউটার ল্যাব, লাইব্রেরী ও ধর্মীয় উপাসনাগার স্থাপিত হবে। থাকবে শিক্ষার্থীদের খেলাধুলার জন্য ক্রীড়া সামগ্রী। আজ শনিবার বিকেলে গাজীপুর মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.এ.বি.এম ইসমাইল হোসেন খান সভাপতিত্বে মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিরতণ ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— গাজীপুর জেলা প্রশাসন মো: আনিসুর রহমান, গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ—পুলিশ কমিশনার অপরাধ (উত্তর বিভাগ) জাকির হাসান, গাজীপুর মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউল্লাহ্ মন্ডল, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ—সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন বুদ্দিন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ—সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ নয়ন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর (প্রকাশনা ও বিপনন) আব্দুল মালেক সরকার, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ—সভাপতি ওয়াজউদ্দিন মিয়া, গাজীপুর মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক এ.বি.এম নাসির উদ্দিন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সদস্য দিলরুবা ফায়জিয়া, গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান সরকার বাবু, সাধারণ সম্পাদক শেখ মুস্তাক আহাম্মেদ কাজল প্রমুখ।
Leave a Reply
You must be logged in to post a comment.