স্টাফ রিপোর্টার, গাজীপুর : গাজীপুরে মদ তৈরি কারখানার সন্ধান লাভ এবং বিপুল পরিমাণ চোলাই মদ, মদ তৈরীর উপকরণ ও সরঞ্জামসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ । গ্রেপ্তাররা হলো—ধনমনি চাকমা ও তার স্ত্রী রুনা চাকমা, পহেল চাকমা, মংসান মারমা, রাতুল মিয়া (নোয়াখালী) , অনিল চাকমা, রিতন চাকমা, বিবরন চাকমা, এপোলো চাকমা, লোচন চাকমা, নার্সি চাকমা, স্মৃতিময় চাকমা,
সোমবার সকালে গাজীপুর মহানগরের লক্ষ্মীপুরা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার ও মাদক উদ্ধার করেছে পুলিশ। তাদের মধ্যে রাতুল মিয়া ছাড়া অন্যরা রাঙ্গামাটি ও খাগড়াছড়ি এলাকার উপজাতি সম্প্রদায়ের নাগরিক। আজ সোমবার বিকেলে গাজীপুর মহানগর পুলিশের সদর দপ্তরে এক ব্্রিফিংকালে মহানগর পুলিশের অতিরিক্ত উপ—কমিশনার রেজওয়ান আহমেদ এসব কথা বলেন। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন গাজীপুর সদর জোনের সিনিয়র সহকারি কমিশনার রিপন চন্দ্র সরকার, সহকারি কমিশনার (মিডিয়া) আবু সায়েম নয়ন।
রেজওয়ান আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল ৯টার দিকে জিএমপি’র সদর থানা পুলিশ গাজীপুর মহানগরের লক্ষ্মীপুরা মধ্যপাড়া এলাকায় জনৈক তৌহিদ উদ্দীনের ভাড়া বাসায় অভিযান চালানো হয়। অভিযানে ৬ তলা বিল্ডিংয়ের ৫ম তলার ৪ টি ইউনিটের প্রতিটি কক্ষ থেকে চোলাই মদ তৈরির কাঁচামাল, সরঞ্জাম ও রাসায়নিক উপকরণসহ আনুমানিক ৮০০ লিটার চোলাই মদ তৈরির কাঁচামাল জব্দ করা হয়। এছাড়াও চোলাইমদ তৈরির সরঞ্জাম ও এখঙজওচঅঘ নামের ড্রাই ঈস্ট উদ্ধার করা হয়। তারা প্রায় ৮মাস আগে রাঙ্গামাটি, খাগড়াছড়ি থেকে গাজীপুরের লক্ষীপুরার ওই ভবনটির ৫ম তলার ৪ টি ইউনিট ভাড়া নিয়ে সেখানে মদ তৈরি করে বিভিন্ন জেলায় সরবরাহ করছেন। তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে।
Leave a Reply
You must be logged in to post a comment.