স্টাফ রিপোর্টার, গাজীপুর : বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে গাজীপুর জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে গাজীপুরে বর্ণাঢ্য র্যালি, শিশুর চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার গাজীপুর জেলা ডেইরি ফারমার্স এসোসিয়েশনের সার্বিক সহযোগিতায় এসব কর্মসূচীর পালন করা হয়।
“পুষ্টি পরিবেশ ও অথনৈতিক উন্নয়নে টেকসই দুগ্ধ শিল্প” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সকালে একটি র্যালি বের করা হয়। র্যালিটি গাজীপুর জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের সামনে থেকে শুরু হয়ে জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাঙ্গণে এক আলোচনা সভায় মিলিত হয়।
গাজীপুর প্রাণি সম্পদ অধিদপ্তরের কমকর্তা ডাঃ এস.এম. উকিল উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন গাজীপুরের পুলিশ সুপার এস.এম. শফিউল্লাহ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ- পুলিশ কমিশনার মো. জাকির হাসান, গাজীপুর ডেইরী এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আকরাম হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম। অনুষ্ঠানে গাজীপুরের প্রতিটি উপজেলার প্রাণিসম্পদ অধিদপ্তরের কমকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে খামারীরা বলেন, সময় মতো গো-খাদ্য সংকট ও ন্যায্য মূল্যে গো-খাদ্য না পাওয়ায় তারা দুধের সঠিক মূল্য নির্ধারণ করতে পারেন না। অনুষ্ঠান শেষে এ দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
গাজীপুর প্রাণি সম্পদ দপ্তরের কমকর্তা ডাঃ এস.এম. উকিল উদ্দিন বলেন, গাজীপুরে দুধের চাহিদা ২.৭৬ লক্ষ মে.টন, উৎপাদন ১.৮৭৮লক্ষ মে.টন এবং ঘাটতি রয়েছে ০.৮৮২ লক্ষ মেটন। এ ঘাটতি মেটানোর জন্য আমরা খামারীদের প্রশিক্ষণ প্রদানসহ নানা উদ্যোগ গ্রহণ করেছি।
Leave a Reply
You must be logged in to post a comment.