স্টাফ রিপোর্টার, গাজীপুর : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে প্রতিবাদ সমাবেশ করেছে গাজীপুর জেলা ও মহানগর বিএনপি। রবিবার বিকেলে গাজীপুর মহানগর এবং সকালে গাজীপুর জেলা বিএনপি রাজবাড়ী রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেছে।
জেলা বিএনপির প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ রিয়াজুল হান্নান। জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা আজিজুর রহমান পেয়ারা, শাহজাহান ফকির, আবু তাহের মুছুল্লী, আবু বকর সিদ্দিক প্রমুখ।
এদিকে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এড. আব্দুস সামাদ আজাদ। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ডা. মাজহারুল আলম। মহানগর বিএনপির আহবায়ক সোহরাব উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপি নেতা এড. সিদ্দিকুর রহমান, ড. এড. শহিদুজ্জামান, সদস্য সচিব শওকত হোসেন সরকার ও আব্দুস সালাম শামীম, বিএনপি নেতা আহম্মেদ আলী রুশদী, এড. মেহেদী হাসান এলিস, গাজীপুর সিটি করপোরেশনের কাউন্সিলর হান্নান মিয়া হান্নু, বিএনপি নেতা মাহবুব আলম শুক্কুর, সুরুজ আহমেদ প্রমুখ। সমাবেশে বিএনপিসহ এর অঙ্গদল সমূহের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
Leave a Reply
You must be logged in to post a comment.