স্টাফ রিপোর্টার, গাজীপুর : গাজীপুরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি চলছে। তারা বুধবার সকাল থেকে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়সংলগ্ন তাদের নিজ অফিসের সামনে এ কর্মসূচি পালন করেন।
গাজীপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা নাজনীন শামীমা জানান, দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২-এর আলোকে জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়ন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিইও) পদ আপগ্রেডেশন, সচিবালয়ের মতো দুর্যোগ অধিদপ্তরের কর্মচারীদের পদনাম পরিবর্তন এবং দুর্যোগ ব্যবস্থাপনার সব শূন্যপদ পদোন্নতি/চলতি দায়িত্ব নিয়োগের মাধ্যমে পূরণ করার দাবি নিয়ে আমরা কর্মবিরতি পালন করছি। তিনি সরকারের কাছে তাদের ন্যায্য দাবি পূরণের আহ্বান জানান। প্রসঙ্গত, সারা দেশে প্রায় একই দাবিতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করছেন।
Leave a Reply
You must be logged in to post a comment.