স্টাফ রিপোর্টার, গাজীপুর : গাজীপুরে রকেটের বিক্রয়প্রতিধিকে কুপিয়ে পাঁচ লাখ ২২ হাজার টাকা ছিনতাইয়ের হয়েছে। ঘটনাটি ঘটেছে গাজীপুর মহানগরীর মেট্রোপলিটনের কাশিমপুর থানাধীন এনায়েতপুর (বাগানবাড়ি) এলাকায় মঙ্গলবার দুপুর ২ টার দিকে। দারোলো অস্ত্রের আঘাতে মারাত্নকভাবে জখম হয়েছে ওই বিক্রয়প্রতিনিধি। আহত হলেন, গাজীপুর সিটি করপোরেশনের আমবাগ পশ্চিম পাড়া এলাকার তাজুল ইসলামের ছেলে শাহেদ শরীফ (২৬)।
কাশিমপুর থানার ওসি জাহিদুল ইসলাম এলাকাবাসীর বরাত দিয়ে জানান, রকেটের বিক্রয় প্রতিনিধি সাহেদ শরীফ তার অপর এক সহকর্মীকে নিয়ে মঙ্গলবার সকাল থেকে গাজীপুরের কাশিপুরসহ আশপাশের এলাকার বিভিন্ন এজেন্টের দোকান থেকে টাকা কালেকশন করেন। সেখান থেকে একটি অটোরিকশায় তারা জিরানীর দিকে যাচ্ছিলেন। ওই অটোরিকশায় তাদের সঙ্গে অন্য যাত্রীরাও ছিলেন। যার পথে এনায়েতপুর বাগানবাড়ি নাম স্থানে পৌছালে তাদের অটোরিকশাটি দুইটি মোটরসাইকেল নিয়ে চারজন ছিনতাইকারী তাদের গতিরোধ করে। পরে রকেটের বিক্রয় কর্মীদের ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে টাকার ব্যাগটি লুট করার চেষ্টা করে। এসময়ে সাহেদ শরীফ ব্যাগটি দিতে না চাইলে তার হাতে ও পায়ে দারালো অস্ত্রদিয়ে কুপিয়ে জখম করে টাকার ব্যাগটি লুট করে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে কোনাবাড়ি ক্লিনিকে ভর্তি করেন। বিক্রয়কর্মী শাহেদ শরীফ পুলিশকে জানায়, তার ব্যাগে ৫ লাখ ২২ হাজার টাকা ছিলো। কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, ছিনতাইকারীদের গ্রেপ্তার এবং লন্ঠিত টাকা উদ্ধারে পুলিশ একাধীক টিম অভিযান শুরু করেছে।
Leave a Reply
You must be logged in to post a comment.