স্টাফ রিপোর্টার, গাজীপুর : গাজীপুরে ট্রাফিক পুলিশে বডি ওর্ন ক্যামেরা উদ্বোধন করা হয়েছে। গাজীপুরের পুলিশ সুপার এস এম শফিউল্লাহ সোমবার দুপুরে জেলা পুলিশ লাইন্সে এই কার্যক্রম উদ্বোধন করেন। এসময় গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো: গোলাম রব্বানী, মোহাম্মদ ছানোয়ার হোসেন, আমীনুল ইসলাম, কাজী মো: সালাহউদ্দিন, ফারজানা ইয়াছমিন, সানজিদা আফরিন প্রমুখ উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার এস এম শফিউল্লাহ জানান, বডি ওর্ন ক্যামেরা ক্যামেরা ক্যামেরা পুলিশের শরীরের সংযোজন করা হবে। বডি ওর্ন ক্যামেরা ক্যামেরা অডিও, ভিডিও এবং ছবি তুলতে পারবে। ক্যামেরা টি স্বয়ংক্রিয়ভাবে তার সামনে ঘটা পুরো ঘটনা রেকর্ড করবে। ক্যামেরাটি ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানো যাবে। পুলিশের এই ‘বডি ওর্ন ক্যামেরা’ ভ্রাম্যমাণ সিসিটিভি হিসেবে কাজ করবে। ইচ্ছে করলেই কেউ ধারনকৃত ভিডিও, ছবি এবং অডিও মুছে ফেলতে পারবে না। প্রতিটি ক্যামেরাই ৪০ মেগা পিক্সেলের। এটি একবার চার্জ দিয়ে ৮/১২ ঘণ্টার অধিক সময় ফুল এইচডি (হাই ডেফিনেশন) ভিডিও রেকর্ডিং করা যাবে। বডি ওর্ন ক্যামেরার মাধ্যমে মাঠপর্যায়ের দায়িত্বরত পুলিশ সদস্যদের কার্যক্রম নজরদারি, পুলিশ সদস্যদের সঙ্গে কেউ খারাপ আচরণ বা হামলা করলে সেগুলোর রেকর্ড থেকে যাবে। ক্যামেরা টি ওয়াইফাই এবং থ্রিজি, ফোরজি ও জিপিএস নেটওয়ার্ক প্রযুক্তির। জিপিএস প্রযুক্তির মাধ্যমে পুলিশ কন্ট্রোলরুম থেকে বা যেকোনো স্থানে বসেই এই ক্যামেরায় ধারণ করা যাবতীয় তথ্য চলে যাবে কেন্দ্রীয় সার্ভারে। তাৎক্ষণিক কোনো ঘটনা চোখ এড়িয়ে গেলেও এই ক্যামেরা সবকিছু রেকর্ড করে রাখবে। ট্রাফিক ডিউটি, টহল, চেকপোস্ট পরিচালনাসহ যেকোনো অভিযানে যাওয়া পুলিশ সদস্যরা আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ এই ‘বডি ওর্ন’ ক্যামেরা ব্যবহার করা হবে। এর মাধ্যমে ঘটনার প্রকৃত চিত্র উদ্ঘাটনের পাশাপাশি পুলিশ সদস্যদের আচরণ ও গতিবিধি নজরদারির মধ্যে আনা যাবে। উন্নত দেশগুলোর মতো গাজীপুর জেলার পুলিশও পোশাকের সঙ্গে বিশেষায়িত এই ক্যামেরার ব্যবহার শুরু করল। প্রাথমিক পর্যায়ে ১৮ জন ট্রাফিক পুলিশকে এ ক্যামেরা সংযোজন করা হচ্ছে। পর্যায় ক্রমে এই সংখ্যা আরো বাড়ানো হবে।
Leave a Reply
You must be logged in to post a comment.