স্টাফ রিপোর্টার, গাজীপুর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গাজীপুর মহানগর ১৫ নং ওয়ার্ড যুবলীগের উদ্যোগে আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে গাজীপুর মহানগরের ভোগড়া মধ্যেপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এসব কর্মসূচি পালিত হয়।
গাজীপুর মহানগর যুবলীগের ১৫ নং ওয়ার্ডের আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে ও মহানগর ১৫ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহবায়ক সোহরাব হোসেনের সঞ্চালনায় শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ সাইফুল ইসলাম, গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ সুমন আহমেদ শান্ত বাবু।
সভায় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর ১৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, সাবেক মেম্বার আতাউর রহমান, গাজীপুর মহানগর যুবলীগ নেতা আতিকুর রহমান খান রাহাত, গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক সদস্য রাজিবুল হাসান রাজিব, গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক সদস্য দেলোয়ার হোসেন দেলু ১৫নং ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক কমিটি সদস্য মোঃ আনোয়ার পারভেজ প্রমুখ। আলোচনা শেষে মিলাদ ও দোয়া মাহফিল গণভোজের আয়োজন করা হয়।
Leave a Reply
You must be logged in to post a comment.