স্টাফ রিপোর্টার, গাজীপুর : গাজীপুরের সদর উপজেলার একটি কারখানার বাউন্ডারি ওয়ালের বৈদ্যুতিক সংযোগের ক্যাবল চুরির সময় সংঘবদ্ধ চোর চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে জয়দেবপুর থানা পুলিশ। মঙ্গলবার রাতে ওই কারখানার সিকিউটিসহ স্থানীয় লোকজনের সহায়তায় জয়দেবপুর থানা পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে ৭ সদস্যকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন- সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার শারপিনপাড়া গ্রামের মো. মনসুর আলীর ছেলে মনির হোসেন (২৭), একই জেলার দিরাই থানার চানপুর গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে মমিন (১৭), ময়মনসিংহ জেলার পাগলা থানার মুখী গ্রামের তোতা মিয়ার ছেলে হান্নান (২০), ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার জয়নাল মিয়ার ছেলে রিয়েল (২৬), মো অনিক মিয়া (২০), সাইদুল হক (২৫) ও বাবুল মিয়া (৪০)। তারা গাজীপুরের বিভিন্ন উপজেলায় বাসা ভাড়া নিয়ে সুকৌশলে বাসা-বাড়িসহ কারখানার বিভিন্ন ধরনের মালামাল চুরি করে থাকে।
জয়দেবপুর থানার ওসি মাহতাব উদ্দিন বলেন, কারখানার বৈদ্যুতিক সংযোগ ক্যাবল চুরির সঙ্গে জড়িতদের গ্রেফতার করা হয়েছে। সেই সঙ্গে ক্যাবলসহ চুরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply
You must be logged in to post a comment.