নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের জিরানী এলাকায় অভিযান চালিয়ে স্বামী-স্ত্রীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব সদস্যরা। বুধবার দিবাগত গভীর রাতে ওই অভিযানের সময় তাদের কাছ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তাররাকৃতরা হলেন, ভোলার মো. শফিক হোসাইন (৪২) ও তার স্ত্রী নাহিদা আক্তার (৩৬) এবং একই জেলার মমিনুল ইসলামের মেয়ে মেঘলা আক্তার (৩২)। তাদের নামে কাশিমপুর থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
বৃহস্পতিবার দুপুরে র্যাব-১ এর সহকারী পরিচালক নোমান আহমদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত গভীর রাত ২টা ৩০ মিনিটে গাজীপুর কাশিমপুর থানাধীন জিরানী বাজার মসজিদ মার্কেটের (পলি হোটেল) সামনে ঢাকা—টাঙ্গাইল মহাসড়কের ওপর অভিযান চালানো হয়। পরে ওই তিনজনকে গ্রেপ্তার ও তাদের কাছ থেকে ২০ কেজি গাঁজা, ১টি ট্যাব, ১টি ব্লুটুথ হেডফোন, ৩টি মোবাইল ফোন এবং নগদ ১ হাজার ৯৫০ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ যোগসাজশে দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে রাজাধানী ঢাকাসহ গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় ক্রয়—বিক্রয় করে আসছে।
Leave a Reply
You must be logged in to post a comment.