স্টাফ রিপোর্টার, গাজীপুর : গাজীপুর কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় আগুনে দুটি বাড়ির ৩৫টি বসতঘর ও মালামাল পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। শনিবার সকাল ৬টার দিকে চন্দ্রা এলাকার হাজী বাড়ির দুলাল ডাক্তার ও মোঃ সামানের বাড়িতে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মোঃ সাইফুল ইসলাম জানান, সকাল পৌনে ৬টার দিকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার দুলাল ডাক্তার ও মোঃ সামানের বাড়িতে আগুন লাগে। মুহুর্তেই আগুন আশপাশের বাসাবাড়িতে ছড়িয়ে পড়ে। আগুন বসত ঘর ও ঘরে থাকা সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
Leave a Reply
You must be logged in to post a comment.