স্টাফ রিপোর্টার : গাজীপুরের শ্রীপুরে ঢাকা—ময়মনসিংহ মহাসড়কে সরকার ঘোষিত নিষিদ্ধ যানবাহন চলাচল বন্ধে আজ সোমবার অভিযান চালিয়েছে শ্রীপুর উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় ১৫টি মামলায় ১৭হাজার ৫শ টাকা অর্থদণ্ড করে তা আদায় করা হয়। সোমবার বেলা ১১টায় ঢাকা—ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তায় অভিযান পরিচালনা করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম।
অভিযানে মহাসড়কে চলাচল নিষিদ্ধ তিন চাকার যান, ব্যাটারিচালিত অটোরিকশা ও সিএনজিচালিত অটোরিকশা আটক করে অর্থদণ্ড দেয়া হয়। অভিযানে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ধারায় ১৫টি মামলায় ১৭হাজার ৫শ টাকা জরিমানা ও তা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, মহাসড়কে অবৈধ যানের চলাচলের কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এতে প্রতিদিনই মানুষের প্রাণহানীসহ গুরুতর আহত হওয়ার মতো ঘটনা ঘটছে। দুর্ঘটনা রোধে সরকার মহাসড়কে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা নিষিদ্ধ ঘোষণা করে। সরকারি নিষেধ অমান্য করে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মহাসড়কে সরকার ঘোষিত নিষিদ্ধ এসব যান চলাচল করছে। সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন, চালক, মালিককে সচেতন করতে অভিযান চালানো হয়েছে, যা অব্যাহত থাকবে। এ সময় মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম, উপ—পরিদর্শক মো. আশরাফুল হক, রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
Leave a Reply
You must be logged in to post a comment.