লিটন শেখ, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরের টেপিরবাড়ি এলাকায় পুকুর থেকে হাত-পা ও কোমরে ইট বাঁধা এক অজ্ঞাত নারীর (৩২) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা ১২টার দিকে উপজেলার টেপিরবাড়ি গ্রামের মৃত ইদ্রিস আলীর মালিকানাধীন পুকুরে ভাসমান অবস্থায় ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ।
শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহফুজ ইমতিয়াজ ভুঁইয়া জানান, বেলা ১১টার দিকে এলাকাবাসী পুকুরে লাশটি ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেলা ১২টার দিকে লাশটি উদ্ধার করে। লাশটির দু’হাত-পাসহ কোমরে তিনটি ইট বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা দুই/তিন দিন আগে অন্য কোথাও তাকে হত্যা করে লাশটি পুকুরে ফেলে রেখে গেছে। পরে লাশটি ফুলে পানির উপরে ভেসে উঠেছে। হত্যাকান্ডের রহস্য উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে। এছাড়াও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নারীর পরিচয় শনাক্তে কাজ শুরু করেছে।
Leave a Reply
You must be logged in to post a comment.