স্টাফ রিপোর্টার : কেন্দ্রীয় যুবলীগের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার সকালে গাজীপুরের পোড়াবাড়ী শাহ সূফী ফছিউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে ১ হাজার গাছের চারা বিতরণ করেছে গাজীপুর মহানগর যুবলীগ। ফলজ, বনজ ও ঔষধি গাছের চারাগুলো নগরীর বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীদের হাতেতুলে দেন গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব কামরুল আহসান সরকার রাসেল। পরে নেতাকর্মীদের নিয়ে স্কুল মাঠে একটি ফলজ গাছের চারা রোপন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন-গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক সুমন আহমেদ শান্ত বাবু, এস এম আলমগীর হোসেন, আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব দেলোয়ার হোসেন বাদল, আমান উদ্দিন সরকার কাইয়ুম সরকার, ডাঃ এ বি এম কাশেম, রাজিবুল হাসান, দেলোয়ার হোসেন দেল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানাউল্লাহ সরকার প্রমুখ।
এসময় কামরুল আহসান সরকার রাসেল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কেন্দ্রীয় যুবলীগের আহ্বানে সাড়া দিয়ে গাজীপুর মহানগরীর প্রত্যেকটি ওয়ার্ডের নেতাকর্মীকে অন্তত একটি করে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করতে হবে। এরই ধারাবাহিকতায় আজকে প্রথম ধাপে ১ হাজার গাছের চারা আপনাদের হাতে তুলে দেওয়া হয়েছে। এই চারাগুলো শুধু আমাদের পুষ্টিই প্রদান করবে না, অর্থনৈতিক সমৃদ্ধিও আনায়ন করবে।
এ সময় আরো উপস্হিত ছিলেন, গাজীপুর মহানগর যুবলীগ নেতা আতিকুর রহমান খান রাহাত, কাউলতিয়া সাংগঠনিক থানা আওয়ামীলীগ নেতা আবুল বাসার, আফজাল হোসেন সরকার পাপেল, বাসন থানা যুবলীগ নেতা আব্দুল হালিম মন্ডল, টঙ্গী পূর্ব থানা যুবলীগনেতা লিটন উদ্দিন সরকার, মোক্তার হোসেন , সদর থানা যুবলীগ নেতা সোহানুর রহমান সোবহান, হারুন অর রশিদ, হানিফ তালুকদার, কোনাবাড়ী থানা যুবলীগ নেতা আশিকুর রহমান জিয়া, আহসান পালোয়ান, বাসন থানা শ্রমিক লীগ নেতা সোবহান হোসেন, যুবলীগ নেতা বুলবুল আহমেদ কাফি, শুক্কর আলী, ওমর ফারুক মিলন, শাখাওয়াত হোসেন ,মোবারক হোসেন, হাবিবুর রহমান হাবিব, তানভির সিদ্দিকী, মোস্তাফিজুর রহমান মোস্তা রফিকুল ইসলাম রবি প্রমুখ।
Leave a Reply
You must be logged in to post a comment.