স্টাফ রিপোর্টার, গাজীপুর : গাজীপুর মহানগরের গাছা থানাধীন কুনিয়া তারগাছ টেকপাড়া এলাকায় তিতাস গ্যাসের অবৈধ লাইন বিচ্ছিন্ন করণের সময় অবৈধ গ্যাস ব্যবহারকারীদের হামলায় তিতাসের ৩কর্মকতার্সহ ৫জন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় হামলাকারীরা তিতাস গ্যাসের রাইজার ছিনিয়ে নেয়।
প্রত্যক্ষদশীর্রা জানান, তিতাসের চলমান অভিযানের অংশ হিসাবে গত রোববার অবৈধ গ্যাস সংযোগ লাইন বিচ্ছিন্নকরণ অভিযান চালায় গাজীপুর তিতাস গ্যাস কতৃর্পক্ষ। বিকালে নগরীর কুনিয়া তারগাছ টেকপাড়ায় সুলতানা রাজিয়ার বাড়ি ও মোয়াজ্জেমের বাড়ীতে গ্যাসের অবৈধ সংযোগ পান অভিযান টিম। পরে বাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার সময় সুলতানা রাজিয়ার ছেলে ইফতি দলবল নিয়ে তাদের ওপর হামলা চালায় এবং তাদের নিকট থাকা গ্যাস লাইনের রাইজার ছিনিয়ে নেয়। এসময় সহকারী কর্মকতার্ মো. আল আমীন, উপ—সহকারী প্রকৌশলী অনিমেষ পাল, সিনিয়র বিক্রয় সহকারী আনোয়ার হোসেনসহ ৫ জনকে মারধর করে প্রায় দুই ঘন্টা অবরুদ্ধ করে রাখেন। অভিযান টিমের সদস্যরা অবরুদ্ধ আছেন এমন খবর পেয়ে ম্যানেজার ও অন্য কর্মকতার্রা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের আহত অবস্থায় সন্ধ্যায় উদ্ধার করেন।
অবৈধ গ্যাস ব্যবহারকারী সুলতানা রাজিয়ার ছেলে ইফতি জানান, আমাদের গ্যাস লাইনের রাইজার কয়েকজন লোক খুলে নেয়ার সময় জানতে চাইলে কথা কাটাকাটি হয়।
গাজীপুর তিতাস গ্যাস ম্যানেজার নৃপেন্দ্র নাথ বিশ^াস বলেন, অবৈধ গ্যাস লাইনের সংযোগ বিচ্ছিন্ন কালে ইফতির নেতৃত্বে একদল লোক হামলা চালায়। এসময় আমাদের কর্মকতার্রা আহত হয়। পরে আমিসহ অন্য কর্মকতার্রা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের উদ্ধার করি। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply
You must be logged in to post a comment.