স্টাফ রিপোর্টার, গাজীপুর : গাজীপুরের কোনাবাড়ী থানা এলাকা থেকে ৪২২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে নগরীর আমবাগ ঢালাই ফ্যাক্টরির মোড়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় জানিয়ে পুলিশ বলছে, তারা সবাই মাদক ব্যবসায়ী। তাদের নামে একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তার তিনজন হলেন- জামালপুরের বকশীগঞ্জ থানার মেরুরচর গ্রামের প্রয়াত আবুল হোসেনের ছেলে বিল্লাল হোসেন ওরফে কামার (৫২), গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকার প্রয়াত জসিম উদ্দিনের ছেলে মো. মিলন (৩৪) ও কুড়িগ্রামের রাজারহাট থানার নীলেরকুটি গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে আনিসুর রহমান (৩০)।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে একাধিক মাদক মামলা রয়েছে। রোববার সকালে তাদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply
You must be logged in to post a comment.