স্টাফ রিপোর্টার : গাজীপুরের কালীগঞ্জে একটি ইটভাটার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার দুপুরে পৌরসভার মূলগাঁও এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা আক্তার পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা আক্তার বলেন, কালীগঞ্জ পৌরসভার মূলগাঁও এলাকায় শীতলক্ষ্যা নদীপাড়ে মেসার্স ফারুক ট্রেডার্স নামের একটি ইটভাটার মালিককে ৫০ হাজার টাকা জরিমান করা হয়। ইট প্রস্তত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ১৮ ধারায় মেসার্স ফারুক ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. ফারুক মিয়াকে এ অর্থদন্ড করা হয়।
তিনি আরও বলেন, আগামী ১ সপ্তাহের মধ্যে মেসার্স ফারুক ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. ফারুক মিয়াকে নিজ খরচে ইটভাটার চুল্লি ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে তিনি তা না করলে আইনগত ব্যবস্থার নেওয়া হবে। এ সময় কালীগঞ্জ থানার উপ—পরির্দশক (এসআই) মো. সাইফুল ইসলাম, বেঞ্জ সহকারী মাহবুবুল ইসলাম, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply
You must be logged in to post a comment.