স্টাফ রিপোর্টার, গাজীপুর : গাজীপুরের কালিয়াকৈরে শিশু ও নারী উন্নয়নে সচেতনতার লক্ষ্যে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার চাপাইর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
গাজীপুর জেলা তথ্য অফিসের আয়োজনে “শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পযায়) ১ম সংশোধন” শীর্ষক প্রকল্পের জিওবি খাতের অধীনে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে নিয়ে এ ওরিয়েন্টেশন কর্মশালা করা হয়েছে। চাপাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইফুজ্জামান সেতুর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ। এসময় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোঃ আল বেলাল, গাজীপুর জেলা তথ্য কর্মকর্তা জালাল উদ্দিনসহ আরো অনেকে। এ সময় শিশু, নারী, বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষাথীসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply
You must be logged in to post a comment.