স্টাফ রিপোর্টার : বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, সমকালীন রাজনীতিতে সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত দেশ গঠনে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সততাই উজ্জ্বল দৃষ্টান্ত। মঙ্গলবার দুপুরে বড়দেওড়া আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে টঙ্গী পশ্চিম থানা বিএনপির আয়োজক কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আশু রোগমুক্তি এবং আজাব-গজব ও বালা-মুছিবত থেকে দেশকে রক্ষার কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্বৈরশাসকের বিরুদ্ধে লড়াইয়ে জিততে হলে মনে শক্তি সঞ্চয় করতে হবে, নবীন ছাত্রদের চরিত্র গঠন করতে হবে এবং সুশৃঙ্খল থাকতে হবে। যারা আজ রাজনীতিতে ডিগবাজি খেলছে, তারা একদিন ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য দেন- মহানগর বিএনপির সদস্য সচিব মো. সোহরাব উদ্দিন।
তিনি তার বক্তব্যে বলেন, গাজীপুরের বিএনপিকে শক্তিশালী ও আন্দোলন-সংগ্রামে গতিশীলতা ফিরিয়ে আনতে ত্যাগী, জেল-জুলুম ও নির্যাতনের শিকার নেতাকর্মীদের দিয়েই কমিটি গঠন করতে হবে। ত্যাগী নেতাদের অবমূল্যায়ন করলে আন্দোলন-সংগ্রাম ঝিমিয়ে পড়বে।
তিনি আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুন্ন রাখা, ভোট ও ভাতের অধিকার আদায়ের জন্য বিএনপি রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আন্দোলন আরও বেগবান করতে আমরা রাজপথেই থাকব।
গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক মাহবুবুল আলম শুক্কুরের সভাপতিত্বে ও সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম খান কালার সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মহানগর বিএনপি নেতা ডক্টর শহীদুজ্জামান, মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক হুমায়ুন কবির রাজু, সরকার জাবেদ আহমেদ সুমন, রাকিব উদ্দিন সরকার পাপ্পু, মহানগর যুবদলের সাবেক সভাপতি প্রভাষক বশির উদ্দিন, মোহাম্মদ বশির আহমেদ বাচ্চু, সাইফুল ইসলাম টুটুল, সাজেদুল ইসলাম, মাহমুদুল হাসান রাজু, শাহাদাত হোসেন শাহীন, ফারুক হোসেন, আব্দুল খালেক ডিলার, হাজি মজিবুল হক দুলাল, মোহাম্মদ হারুনুর রশিদ প্রমুখ।
এতে আরও উপস্থিত ছিলেন- আরিফ হোসেন সরকার, মজিবুর রহমান, আবুল হোসেন, মোয়াজ্জেম হোসেন লিটন, কৌশিক খান, নুরুল ইসলাম দিপু, শরীফ আজাদ, আতিকুর রহমান আতিক, আব্দুস সামাদ চৌধুরী, নুর-ই মোস্তফা খান, কাজি হারুনুর রশিদ, আমজাদ হোসেন ঝুনা, জাকারিয়া সরকার হিমেল, রাতুল ভূঁইয়া, শুভ মিয়াজী ও রিফাত রশীদ প্রমুখ। শেষে বিএনপির চেয়ারপার্সন ও মহাসচিব এবং আজাব-গজব, বালা-মুছিবত থেকে দেশকে রক্ষার কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।
Leave a Reply
You must be logged in to post a comment.