নিজস্ব প্রতিবেদক, খুলনা : উন্নত চিকিৎসার জন্য খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেককে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।
রোববার (৮ মে) বিকেল সাড়ে ৪টায় খুলনার শহীদ শেখ আবু নাসের হাসপাতাল থেকে তাকে ঢাকায় নেওয়া হয়। তার সঙ্গে রয়েছেন স্ত্রী পরিবেশ, বন ও জলবায়ু উপমন্ত্রী বেগম হাবিবুব নাহার, ভাইজি মেঘলা।
বিষয়টি নিশ্চিত করে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা বলেন, মেয়র ঢাকার সিএমএইচে আগামী ১৫ মে পর্যন্ত চিকিৎসাধীন থাকবেন। এরপর তাকে সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হবে। মেয়রের সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে। শনিবার (৭ মে) ডায়বেটিস, ইউরিনের সমস্যা ও জ্বরে আক্রান্ত হলে তাকে খুলনার শহীদ শেখ আবু নাসের হাসপাতালে ভর্তি করা হয়।
Leave a Reply
You must be logged in to post a comment.