নিজস্ব প্রতিবেদক : ২০১৯ সালের মার্চে ব্রেইন টিউমার ধরা পড়ে মোশাররফ হোসেন রুবেলের। এরপর রুবেল ক্যান্সারের সঙ্গে লড়াই করে চলেছিলেন তিন বছরেরও বেশি সময় ধরে। কিছুদিন আগে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাসায় বিশ্রামও করছিলেন তিনি। তার অবস্থার অবনতি হলে আবারও হাসপাতালে ভর্তি হন তিনি। মঙ্গলবার (১৯ এপ্রিল) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ৪০ বছর বয়সেই মারা যান ঘরোয়া ক্রিকেটের সফল এই ক্রিকেটার। রুবেলের বিদায়ে বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে শোকের ছায়া বিরাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে শোক জানিয়েছেন সবাই।
সৌম্য সরকার পোস্ট করেছেন, ওপারে ভাল থাকুন মোশাররফ হোসেন রুবেল ভাই। আপনাকে মিস করব বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক লিখেছেন, মোশাররফ হোসেন রুবেল ভাইয়ের মৃত্যু্তে আমি খুবই মর্মাহত। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আপনাকে জান্নাতবাসী করুক।
তামিম ইকবাল খুব বেশি কিছু লিখেননি। তিনি শুধু লিখেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মোশাররফ হোসেন রুবেল (১৯৮১- ২০২২)টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ লিখেছেন, মোশাররফ হোসেন রুবেল মৃত্যুতে আমি শোক প্রকাশ করছি। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আপনাকে জান্নাতবাসী করুক।
মুশফিকুর রহিম পোস্ট করেছেন, খবরটা শুনে সত্যিই মন খারাপ হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুম মোশাররফ রুবেল ভাইয়ের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। তার পরিবারের সদস্যদের প্রতি শোক প্রকাশ করছি। বাংলাদেশ ক্রিকেটের জন্য আজ দুঃখের দিন। আসুন আমরা সবাই তার জন্য দোয়া করি। ইনশাআল্লাহ।
বন্ধুকে ব্যক্তিগত প্রোফাইলে মাশরাফি বিন মুর্তজা বিদায় জানিয়েছেন এভাবে, ভালো থাকিস বন্ধু।
মেহেদী হাসান মিরাজ লিখেছেন, পবিত্র রমজান মাসে আমাদের ছেড়ে চলে গেলেন মোশাররফ রুবেল ভাই। আল্লাহ তাকে জান্নাত দান করুন। সবাই তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করুন। আমীন।
অলরাউন্ডার সাকিব আল হাসান ফেসবুকে লিখেছেন, ‘দীর্ঘদিনের সতীর্থ ও দেশের অন্যতম সেরা স্পিনার মোশাররফ হোসেন রুবেলের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। তার পরিবারের প্রতি থাকলো আমার সমবেদনা।’
Leave a Reply
You must be logged in to post a comment.