স্টাফ রিপোর্টার, গাজীপুর : বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, মানবতা আজ ভূলুণ্ঠিত। বিরোধী দল-মত দমনে অবৈধ সরকারের নিষ্ঠুরতা ও সর্বক্ষেত্রে লাগামহীন দুর্নীতি মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করেছে। তিনি আরও বলেন, অবৈধ উপার্জনের কারণে এ পরিস্থিতি ক্ষমতাসীনদের গায়ে লাগছে না, কিন্তু সাধারণ মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছেন। কোনো স্বৈরশাসকই ক্ষমতায় টিকে থাকতে পারেনি, এ সরকারও পারবে না।
তিনি বলেন, শহিদ জিয়াউর রহমান তার কাজ-কর্মে সততার দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। তিনি প্রেসিডেন্ট হয়েও সাদাসিধে জীবনযাপন করতেন। আর আজ আওয়ামী নেতাকর্মীরা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি-লুটপাট করে দেশকে ফোকলা করে ফেলেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি প্রশ্ন রেখে হাসান সরকার বলেন, বঙ্গবন্ধুর পরিচিতি ছিল বিশ্বব্যাপী। আপনি তার কন্যা হিসেবে সম্মানের পাত্রী ছিলেন। আপনি তা রক্ষা করতে পেরেছেন কি?
বৃহস্পতিবার দুপুরে টঙ্গীর বড় দেওড়ায় আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামসহ বিএনপির অসুস্থ নেতাকর্মীদের রোগমুক্তি কামনা এবং সকল বালা-মুসিবত থেকে দেশকে হেফাজত করার লক্ষ্যে এক দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- গাজীপুর মহানগর বিএনপির আহ্বায়ক মো. সোহরাব উদ্দিন। তিনি তার বক্তব্যে বলেন, আওয়ামী জালিম সরকার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকারকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে কারাবন্দি করে রেখেছে।
তিনি আরও বলেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্পূর্ণ নির্দোষ। তারপরও তাকে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে কারাগারে বন্দি রেখেছে এবং দেশনায়ক তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে দেশান্তরি করে রেখেছে। জালিম সরকারের পতন একদিন হবে। তিনি বলেন, গাজীপুর মহানগর বিএনপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য।
গাজীপুর মহানগর যুবদলের সাবেক সভাপতি প্রভাষক বসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মাহাবুবুল আলম শুক্কুর। এ সময় উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, হুমায়ুন কবির রাজু, সরকার জাবেদ আহমেদ সুমন, মহানগর যুবদলের আহ্বায়ক মোহাম্মদ সাজেদুল ইসলাম, বশির আহমেদ বাচ্চু, আব্দুর রহিম খান কালা, সাইফুল ইসলাম টুটুল, মোহাম্মদ মনিরুল ইসলাম বাবুল, ফারুক হোসেন খান, মোখলেসুর রহমান, অ্যাডভোকেট নুরুল হক, মনির হোসেন, তাইজুল ইসলাম বেপারী, মোহাম্মদ নবীন হোসেন, নুর-ই মোস্তফা খান, আমজাদ হোসেন জুনা, জাহাঙ্গীর আলম ভেন্ডার, মাহবুব আলম, হাজী সালাউদ্দিন, মোয়াজ্জেম হোসেন লিটন, আরিফ হোসেন সরকার, মনির হোসেন, ইসমাইল হোসেন, রফিকুল ইসলাম রিপন, সেলিম কাজল, শেখ মোহাম্মদ সুমন, রমজান হোসেন বিল্লাল, আমির হোসেন মরু, আখতারুজ্জামান নূর, সোহেল সিদ্দিকী, রাতুল ভুঁইয়া, জাকির হোসেন, রেদওয়ানুর রহমান প্রত্যয় বেপারী, নুর উদ্দিন মীর, তাশিক সরকার প্রমুখ।
Leave a Reply
You must be logged in to post a comment.