নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা : এবার কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এমপি রাজী মোহাম্মদ ফখরুলের সমর্থকরা। এ সময় উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদকে অনুপ্রবেশকারী উল্লেখ করে তাকে অবাঞ্ছিত ঘোষণা করে ঝাড়ু প্রদর্শন করে বিভিন্ন স্লোগান দেন তারা।
বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের কুমিল্লার দেবিদ্বার নিউমার্কেট ও স্বাধীনতা চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ করেন এমপি সমর্থিত উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
বিক্ষোভে নেতৃত্ব দেন দেবিদ্বার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি হাজি আবুল কাশেম ওমানী।
বিক্ষোভ কর্মসূচিতে দেবিদ্বার উপজেলা মহিলা লীগের সভাপতি শিরিন সুলতানা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাবুল হোসেন রাজু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবদুল মান্নান মোল্লা, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সাইফুল ইসলাম শামিম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোক্তল হোসেন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান সুমন, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ইকবাল হোসেন রুবেল, উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু কাউছার অনিকসহ আরও অনেক নেতাকর্মী অংশ নেন।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর ঢাকা পোস্টকে বলেন, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে এমপি সমর্থিত নেতা-কর্মীরা কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার নিউ মার্কেট ও স্বাধীনতা চত্বরে জড়ো হয়। পরে প্রায় ৪০ মিনিট ধরে তারা বিক্ষোভ করেন। ওই সময়ে সড়কে যানবাহনের গতি ধীর হয়ে যায়। পুলিশ সদস্যদের প্রচেষ্টায় বিক্ষোভ শেষ হলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
Leave a Reply
You must be logged in to post a comment.