নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা : কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে এবার দলীয়ভাবে প্রার্থী না দেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। তবে মাঠে থাকছেন দলটির দুই শক্তিশালী প্রার্থী। এদের মধ্যে রয়েছেন বর্তমান কুমিল্লা সিটি মেয়র মনিরুল হক সাক্কু এবং মহানগর সেচ্ছাসেবক দলের সভাপতি নিজাম উদ্দিন কায়সার। রোববার (৮ মে) স্বতন্ত্র প্রার্থী হিসেবে কুমিল্লা নির্বাচন অফিসে মনোয়নপত্র জমা দিয়েছেন বিএনপির এই দুই গুরুত্বপূর্ণ নেতা।
মেয়র মনিরুল হক সাক্কু বলেন, ‘আমি শুভাকাঙ্খিদের ইচ্ছায় নির্বাচনে যাচ্ছি। তারা চাইছে বলে আমাকে নির্বাচনে করতে হচ্ছে।’
অপর প্রার্থী নিজাম উদ্দিন কায়সার বলেন, “নতুন প্রজন্মের নতুন কুমিল্লা’ এই স্লোগানে নিয়ে মাঠে নামছি। নির্যাতিত কুমিল্লাবাসীর পক্ষে কথা বলতে আমাকে নির্বাচন করতে হচ্ছে। মানুষ আসলে পরিবর্তন চায়।’
প্রসঙ্গত, আগামী ১৫ জুন অনুষ্ঠিত হবে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন। ২০১১ সালে প্রতিষ্ঠিত হওয়া কুমিল্লা সিটিতে এটি তৃতীয় নির্বাচন। এর আগের দুটি নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মনিরুল হক সাক্কু জয়ী হয়েছেন।
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় ২৫ এপ্রিল। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ মে। আগামী ১৯ মে মনোনয়ন যাচাই-বাছাই করা হবে। ২৬ মে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। ২৭ মে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ১৫ জুন অনুষ্ঠিত হবে নির্বাচন।
Leave a Reply
You must be logged in to post a comment.