নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা : কুমিল্লার দেবিদ্বারের কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে পৃথক দুর্ঘটনায় ৩ জন নিহত এবং ২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের ইউসুফপুর এলাকায় বাস-ট্রাক্টরের সংঘর্ষে একজন নিহত হয়। নিহত বিপ্লব (২২) নিলফামারী জেলার সদর উপজেলার মোস্তফার ছেলে বলে জানা যায়।
অপরদিকে সকাল পৌনে ৯টায় উপজেলার ইষ্টগ্রাম এলাকায় আরেক দুর্ঘটনায় ২ জন নিহত হয়। মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. কামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সিএনজিচালিত অটোচালক নাজমুল হাসান জানান, দেবিদ্বার উপজেলার ইষ্টগ্রাম এলাকায় সিলেটগামী একটি পিকআপভ্যান একটি সিএনজিচালিত অটোকে ধাক্কা দেয়। এতে অটোচালক ও চারজন যাত্রী আহত হন। আহতদের মধ্যে একজন কিছুক্ষণ পর ঘটনাস্থলেই মারা যান। অপর তিনজনকে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর কর্তব্যরত চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই পিকআপভ্যানের চালক পালিয়ে যায়।
নিহত ব্যক্তিরা হলেন, ব্রাক্ষণবাড়িয়ার কসবা উপজেলার জাজিয়ারা গ্রামের কুদ্দুস মিয়ার পুত্র সেলিম (২২), একই উপজেলার কুটি গ্রামের শুবলচন্দ্র বর্মন এর পুত্র লক্ষন বর্মন। আহতরা হলেন, সরাইল উপজেলার বিটগড় গ্রামের আব্দুল মান্নার পুত্র মোঃ সাদেক (৪২), কুমিল্লার মুরাদনগর উপজেলার বাখরনগর গ্রামের যদুমিয়ার পুত্র ইউসুফ (৪০)।
মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কামাল উদ্দিন জানান, আমরা দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার এবং পিকআপ ও সিএনজি দুটি জব্দ করি। সিএনজির চালক কে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। তদন্ত চলছে। এ ব্যাপারে মিরপুর হাইওয়ে পুলিশ বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।
Leave a Reply
You must be logged in to post a comment.