স্টাফ রিপোর্টার, গাজীপুর : গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় জ্বালানি তেল, পরিবহন ভাড়াসহ সকল দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি ও ভোলার ছাত্রদল নেতার হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার সাহেব বাজার এলাকায় উপজেলা বিএনপির উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মুহাম্মদ হেলাল উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ।এ সময় বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির সভাপতি কে এম ফজলুল হক মিলন, গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান, বিএনপির কেন্দ্রীয় সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী কমিটির সদস্য মেয়র মুজিবুর রহমান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী ছাইয়্যেদুল আলম বাবুল ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুজ্জামান শিপলু বকসী প্রমুখ।
অপরদিকে পৌর বিএনপির উদ্যোগে কালিয়াকৈর বাজারের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি দেওয়ান মোয়াজ্জেম হোসেন।
এতে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির সভাপতি এ কে এম ফজলুল হক মিলন, গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান, বিএনপির কেন্দ্রীয় সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবীর খান, কেন্দ্রীয় বিএনপিরসহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্চুসহ বিএনপির বিভিন্ন কর্মকর্তারা।
Leave a Reply
You must be logged in to post a comment.