নিজস্ব প্রতিবেদক : কসবা থানা পুলিশ ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যৌথ অভিযান চালিয়ে আজ রবিবার সকালে উপজেলার বায়েক ইউনিয়নের মন্দভাগ থেকে ৪৩ কেজি গাঁজাসহ সাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
আটককৃত মাদক কারবারিরা হলো রঘুরাম্পুর গ্রামের মৃত নায়েব আলীর ছেলে আবুল কালাম (৫০), বজলু মিয়ার ছেলে হানিফ মিয়া (৪৫), মিন্টু মিয়ার ছেলে লিটন (৩৪), মুর্তুজ আলীর ছেলে হারিজ মিয়া (৩৪), বালিয়াহুরা গ্রামের মৃত নুর ইসলামের ছেলে বাছির মিয়া (২৩) কামালপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে রাজু মিয়া (২৪) ও বায়েক গ্রামের খোরশেদ ভুইয়ার ছেলে আলীম ভুইয়া (৩৪)।
কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন (পিপিএম) ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply
You must be logged in to post a comment.