নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : করোনা পজিটিভ হয়েছেন সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্র থেকে আজ সকালে দেশে ফেরেন সাকিব। আগামীকাল দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। যোগ দেওয়ার আগে করোনা পরীক্ষা করতে গিয়ে পজিটিভ হন সাকিব।
আপাতত আইসোলেশনে থাকবেন সাকিব। করোনা পজিটিভ হওয়ায় আগামী ১৫ মে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে অনিশ্চিত হয়ে পড়লেন এ অলরাউন্ডার। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির চিকিৎসক মনজুর হোসেন। তিনি বলেছেন, ‘সাকিব আজ সকালে দেশে ফিরেছেন। নিয়ম অনুযায়ী করোনাভাইরাস টেস্ট দিয়ে তার দলের সঙ্গে যোগ দেওয়ার কথা আগামীকাল। তবে আজ করা টেস্ট পজিটিভ এসেছে। এখন তিনি নিজ বাসায় আইসোলেশনে আছেন।’
Leave a Reply
You must be logged in to post a comment.