ক্রীড়া ডেস্ক : দরজায় কড়া নাড়ছে এশিয়া কাপ। আর মাত্র ক’টা দিন তারপরই পর্দা উঠবে টুর্নামেন্টটির ১৫তম এবারের আসরের। সবশেষ আসরের মতো এবারও সংযুক্ত আরব আমিরাতে বসছে টুর্নামেন্টটি। তবে আয়োজক হিসেবে থাকছে শ্রীলঙ্কা। মূলত দেশটির অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতার কারণে সংযুক্ত আরব আমিরাতে ভেন্যু নির্ধারণ করা হয়।
শনিবার এশিয়া কাপের ট্রফি উন্মোচন করা হয়েছে। আরব আমিরাত ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান, সহনশীল ও সহাবস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ নাহায়ান মাবারাক আল নাহায়ান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্রফি উন্মোচন করেন। এ সময় শ্রীলঙ্কা, আমিরাত ক্রিকেট বোর্ড ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এবারের এশিয়া কাপ ছয়টি দলকে দুই গ্রুপে ভাগ করে অনুষ্ঠিত হবে। দুই গ্রুপের সেরা দুইটি করে মোট চারটি দল খেলবে সুপার ফোরে।। দলগুলো হল- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, আফগানিস্তান এবং বাছাইপর্ব থেকে একটি দল।
আগামী ২৭ আগস্ট দুবাই ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে এশিয়া কাপ-২০২২। আর একই মাঠে ফাইনাল অনুষ্ঠিত হবে ১১ সেপ্টেম্বর। ২৮ আগস্ট হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।
Leave a Reply
You must be logged in to post a comment.