নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী : বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেছেন, মানুষ এখন বিএনপির দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। পাকিস্তান আমলে একসময়ে মুসলিম লীগের আধিপত্য ছিল, তাদের প্রতীক ছিল হারিকেন। এখন হারিকেন দিয়েই হারিকেন খুঁজতে হয়। ঠিক তেমনিভাবেই জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের এই ধারা অব্যাহত থাকলে বিএনপি নামক স্বাধীনতা বিরোধী অপশক্তিকে একসময়ে এদেশে হারিকেন দিয়ে খুঁজতে হবে।
শুক্রবার (৩ জুন) দুপুরে ঈশ্বরদীতে কৃষক উন্নয়ন সোসাইটি আয়োজিত দুই দিন ব্যাপী লিচু মেলার সমাপনী দিনে কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন, সরকারের উন্নযনের ধারা অব্যাহত রাখাতে জননেত্রী শেখ হাসিনার কোন বিকল্প নেই। তাই আগামী নির্বাচনে আবারও শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। রাষ্ট্রীয় ক্ষমতায় আনার জন্য আমাদের নেতা-কর্মীদের সাধারণ মানুষের দ্বারপ্রান্তে পৌঁছাতে হবে উন্নয়নের কথা। উন্নয়নের সুফল সঠিকভাবে তুলে ধরা হলে আগামী নির্বাচনেও শতকরা ৮০ ভাগ মানুষ শেখ হাসিনার উপর ভরসা রেখে রায় দিবে বলে আমি বিশ্বাস করি।
অনুষ্ঠান সভাপতিত্ব করেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপি। স্বাগত বক্তব্য রাখেন- বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটির সভাপতি সিদ্দিকুর রহমান ময়েজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বৈজ্ঞানিক কর্মকর্তা কুয়াশা মাহমুদ।
মেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ব্যারিস্টার সেলিম আরতাফ জজ, বিএসআরআই মহাপরিচালক ড. আমজাদ হোসেন, ডাল গবেষনা কেন্দ্রের পরিচালক ড. মো. মহি উদ্দিন, পাবনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন, ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, ঈশ্বরদী পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা, ঈশ্বরদী উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু প্রমুখ।
Leave a Reply
You must be logged in to post a comment.