মুহম্মদ আবুল বাশারঃ বাংলাদেশ ছাত্রলীগ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ৩১সদস্যের নাম উল্লেখ করে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক যৌথ স্বাক্ষরে নতুন কমিটি ঘোষনা করেন।গত সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে তা প্রকাশিত হয়। ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটিতে সভাপতি মোঃ হাসান মাহমুদ ও সাধারণ সম্পাদক হলেন রানা আহমেদ।এছাড়াও সহ-সভাপতি পদে-১৭ জন, যুগ্ম সাধারণ সম্পাদক-৬জন,সাংগঠনিক সম্পাদক-৬ জনের নাম উল্লেখ করে আংশিক কমিটি দেওয়া হয়। ময়মনসিংহ জেলা ছাত্রলীগ আগামী এক মাসের মধ্যে ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি করার জন্য নির্দেশ দেওয়া হয়।এ কমিটিকে স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে ময়মনসিংহ জেলা আওয়ামী যুবলীগের সম্মানিত সদস্য ও ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছাত্রনেতা মোঃ মাহবুবুর রহমান মাহবুব এ প্রতিনিধিকে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনার আদর্শকে ধারন করে রাজনীতি করি।বাংলাদেশ ছাত্রলীগের শিক্ষা,শান্তি প্রগতি মূলনীতিকে অনুসরন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনার স্বপ্নের সোনার বাংলা বাস্তবে পরিনত করার লক্ষে এ কমিটির নেতৃবৃন্দ নিরলস ভাবে কাজ করবে বলে আমি আাশাবাদি।
তিনি আরো বলেন, ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের নতুন কমিটিকে আমি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।এব্যপারে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রানা আহমেদ প্রতিনিধিকে বলেন দীর্ঘদিন পর আমাদেরকে উপজেলা কমিটির দায়িত্ব দেয়া হয়েছে।সুন্দর করে পূর্ণাঙ্গ কমিটি সাজাবো।আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীকে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবে আমরা ছাত্রলীগ।আমি সকলের সহযোগীতা ও দোয়া প্রত্যাশী।
Leave a Reply
You must be logged in to post a comment.