ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহ জেলা আওয়ামী যুবলীগের সম্মানিত সদস্য মো: মাহবুবুর রহমান(মাহবুব) এর শুভ জন্মদিন ঈশ্বরগঞ্জে গত রবিবার উদযাপন করা করা হয়।ইতিপূর্বে তিনি ঈশ্বরগঞ্জ উপজেলা ছাএলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। সভাপতি থাকা কালিন সময়ে প্রত্যেকটি ওয়ার্ড,ইউনিয়ন ও এমনকি উপজেলা ছাএলীগের নেতা কর্মিদের সহিত তার গভীর সু-সম্পর্ক ছিল।আজো তার ডাকে সহকর্মিরা জরো হয়।মাহবুবুর রহমান(মাহবুব) এর শুভ জন্মদিনে দলীয় নেতা কর্মি এমনকি বিভিন্ন সামাজিক পেশার লোকজন শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এছাড়াও মুহম্মদিয়া শরীফ বৈরাটী মাহবুবুর রহমান মাহবুব এর জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানায়।তার নেক হায়াত বৃদ্বি ও ভবিংংষ্যত জীবন উন্নতি- সফলতা কামনা করছে।(ইনশাআল্লাহ)
Leave a Reply
You must be logged in to post a comment.